Monday, March 16, 2015

নতুন DSLR কিনেছেন অথবা কিনবেন? তাহলে এই নিন ১০ টি টিপস

যারা ডিজিটাল ক্যামেরা কিনতে চাইছেন তাঁদের প্রত্যেকেরই ছবি তোলার পূর্বে বেশ কিছু বিষয় জেনে রাখা প্রয়োজন। নীচে এসকল বিষয়গুলোর মধ্যে গুরুত্বপূর্ণ দশটি উল্লেখ করা হল।


১. সাধারণ লেন্সে জুমের সাথে সাথে অ্যাপার্চারের পরিবর্তন হবে

যখন কোনো ডিএসএলআর (DSLR) কিনবেন তখন আপনি এর সাথে একটি কিট লেন্স পাবেন। এই লেন্সটি খুবই কম দামের এবং খুব বেশী ভালো মানের নয় কিন্তু ছবির তোলার জন্য তা যথেষ্ট। আপনাকে মনে রাখতে হবে আপনি যখনই জুমের পরিবর্তন করবেন তখনই এর অ্যাপার্চার সেটিং পরিবর্তিত হয়ে যাবে। তাই, আপনার প্রয়োজনমত জুম করার পর সেই অনুযায়ী অ্যাপার্চার পরিবর্তন করে নেবেন।

২. আপনার প্রতিটি লেন্সের জন্য একটি ইউভি (UV) ফিল্টার কিনুন

ইউভি ফিল্টারের অনেক উপকারিতা রয়েছে। প্রথমত, এটি অতিবেগুনী রশ্মির কারণে ছবির ডিস্টরশনের হাত থেকে বাঁচাবে। দ্বিতীয়ত, এটি আপনার লেন্সটিকে দাগের হাত থেকে রক্ষা করবে। ইউভি (UV) ফিল্টারের দাম লেন্সের চেয়ে অনেক কম, তাই আপনার প্রতিটি লেন্সের জন্য ইউভি (UV) ফিল্টার থাকা উচিৎ।

৩. র (RAW) ফাইল ফরম্যাটে ছবি তুলুন

ডিএসএলআর (DSLR) ক্যামেরা সম্পর্কে ভালোভাবে বুঝতে হলে আপনাকে র (RAW) ফরম্যাটে ছবি তুলতে হবে। এই ফরম্যাটে ডিএসএলআর (DSLR) দিয়ে ছবি তোলার সময় ছবিতে যে প্রসেসিং ইফেক্ট যুক্ত হয় তা দূর করা সম্ভব। যেমন, আপনার ক্যামেরা সেটিংয়ে যদি কোনো ত্রুটি থাকে তবে আপনি র এডিটর (RAW editor) দিয়ে তা দূর করতে পারবেন।

৪. সঠিক ফোকাস নিশ্চিত করুন

ছবি তোলার সময় সঠিক ফোকাস সেট করা গুরুত্বপূর্ণ। অধিকাংশ সময়ই সেটি সম্ভব হয় না এবং ছবি যতটা স্পষ্ট হওয়া উচিৎ ততটা হয় না। বিশেষ করে দ্রুত ছবি তুলতে গেলে এটি সমস্যার কারণ হয়ে দাড়াতে পারে। প্রথম ছবিটি তুলে জুম ইন করে দেখুন ফোকাস ঠিক আছে কিনা।

৫. বেশী পরিমানে ছবি তুলতে দ্বিধাবোধ করবেন না

নিখুঁত ছবি তোলার চাবিকাঠি হচ্ছে প্রচুর ছবি তোলা। এমন অনেক মুহূর্ত রয়েছে যেখানে লেন্সের মধ্যে দিয়ে তাকানোর পর আপনার লক্ষ্যবস্তু প্রত্যাশিত স্থানে থাকে না। তাই বাজে ছবি তোলা থেকে রক্ষা পেতে প্রায় আধা ডজন বা তারও বেশী ছবি তুলতে হবে। যদিও আপনি এর অধিকাংশই বাদ দেবেন তথাপি এটি আপনার ভালো ছবি তোলার সম্ভাবনা বাড়িয়ে দেবে।

৬. তুলনামুলক কমদামী ৫০ মিমি এফ/১.৭ বা এফ/১.৮ লেন্স কিনুন

আপনি যেই ডিএসএলআর (DSLR)-ই কিনুন না কেন সবগুলোর জন্যই ৫০ মিমি এফ/১.৭ বা এফ/১.৮ লেন্স রয়েছে। এই লেন্সগুলোর দাম কম, কিন্তু এগুলো ডেপথ অব ফিল্ড এবং লো-লাইট সেটিংস নিয়ে কাজ করার সুযোগ করে দেবে যা আপনি অন্য লেন্সে পাবেন না।

৭. সব ধরণের সেটিং ও মোড ব্যবহার করে ছবি তুলুন

আপনি কোনো সেটিং বা মোড সম্পর্কে না জানলে প্রত্যেক মোড ও সেটিং ব্যবহার করে কয়েকটি ছবি তুলুন এবং দেখুন কোন ছবিটি আপনার ভালো লাগছে এবং সেই সেটিং বা মোডটি ভবিষ্যতে আরও ব্যবহার করতে পারবেন।

৮. শাটার ও অ্যাপার্চার মোড ব্যবহার করুন

যারা নতুন ডিজিটাল ক্যমেরা ব্যবহারকারী তাঁদের জন্য ম্যানুয়াল শুটিং মোডের ব্যবহার শেখা কঠিন হতে পারে। এই কাজটি আরও সহজে করার জন্য শাটার প্রায়োরিটি (Shutter Priority) এবং অ্যাপার্চার (Aperture Priority) প্রায়োরিটি মোড ব্যবহার করতে পারেন। এই মোড দুটি সেমি-অটো ও সেমি-ম্যানুয়াল মোড, এবং উভয় মোডই আপনাকে ক্যামেরার সর্বোত্তম ব্যবহার শিখতে সাহায্য করবে।

৯. স্বাভাবিক ছবি তোলার জন্য হোয়াইট ব্যালান্স কাজে লাগান

ডিজিটাল ক্যামেরায় হোয়াইট ব্যালান্স নামে এক ধরণের সেটিং রয়েছে, যা যেকোনো ধরনের আলোক অবস্থায় ছবিতে স্বাভাবিক রঙ প্রদান করবে। এর মধ্যে অটো এবং ফ্ল্যাশ থেকে শুরু করে ডে-লাইট এবং ক্লাউডি পর্যন্ত সবই রয়েছে। কোনটি ভালো কাজ করে তা দেখার জন্য বিভিন্ন আলোক অবস্থায় এগুলো পরীক্ষা করে দেখুন।

১০. পুরনো ব্যবহার করা ডিএসএলআর কেনার কথা বিবেচনা করতে পারেন

আপনার প্রথম ডিএসএলআর ক্যামেরা কেনার সময় টাকা বাঁচানোর ভালো উপায় হচ্ছে কমদামী ক্যামেরা বা হ্রাসকৃত মুল্যের ক্যামেরা ক্রয় করা। এতে আপনি অনেক টাকা সাশ্রয় করতে পারবেন যা আপনি লেন্স ও অন্যান্য যন্ত্রপাতি কেনার জন্য খরচ করতে পারবেন।

1 মন্তব্য(গুলি):

Imran Hossain Himel said...

ফটোগ্রাফির জন্য লাইটরুম

তরুণদের কাছে ফটোগ্রাফি বিষয়টি জনপ্রিয়তার শীর্ষে। শখের পাশাপাশি পেশা হিসেবেও ফটোগ্রাফির চাহিদা দ্রুত বাড়ছে। সাধারন ডিজিটাল ক্যামেরা, মোবাইল ক্যামেরা ছেড়ে হাতে উঠে আসছে DSLR (ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেক্স) এর মত অত্যাধুনিক ক্যামেরা। ফটোগ্রাফির আছে নানান ক্যাটাগরি। কেউ ন্যাচার ফটোগ্রাফি করতে ভালোবাসেন, কেউ কমার্শিয়াল ফটোগ্রাফি করতে আগ্রহী। পেশা হিসেবে ওয়েডিং ফটোগ্রাফি তরুণ চাহিদার তুঙ্গে। এগুলোরও অসংখ্য ধরন আছে ল্যান্ডস্কেপ, পোট্রেইট, প্রোডাক্ট, ম্যাক্রো, ফরেনসিক, ট্রাভেল, ইভেন্ট ফটোগ্রাফি ইত্যাদি।
ফটোগ্রাফির চাহিদা ও জনপ্রিয়তা কেবল দেশের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়। ভালো ফটোগ্রাফারের কদর রয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে। গুণী ফটোগ্রাফারদের ছবিগুলো বিশ্ববিখ্যাত এ্যাওয়ার্ড বয়ে আনছে। ভালো ছবি থেকে আয় করার বিশাল সুযোগ রয়েছে। অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে ছবি বেচাকেনাও হচ্ছে এখন।
পেশা কিংবা শখ যে উদ্দেশ্যেই তোলা হোক ছবি হতে হবে পারফেক্ট। একটা ভালো ছবির পুরোটাই তোলার ওপর নির্ভর করে না। প্রায় অনেকাংশই নির্ভর করে প্রোপার এডিটের ওপর। প্রোপার এডিট জানা না থাকায় অনেকেই ফটোগ্রাফিতে তাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছুতে পারছে না। এই ক্ষেত্রে প্রতিযোগিতায় অন্যদের টপকে যেতে ছবি তোলার দক্ষতার পাশাপাশি ছবি এডিটিংয়েও দক্ষতার পরিচয় দিতে হবে।
মোবাইল ক্যামেরা কিংবা সাধারন ডিজিটাল ক্যামেরায় ছবি তোলা যেমন সহজ তেমনি সেগুলো এডিট করাও সহজ। খুব সাধারন কিছু কারেকশন ও ইফেক্ট যুক্ত করা ছাড়া ওগুলোতে আর তেমন কোন কাজ করা যায় না। এক্ষেত্রে DSLR ক্যামেরায় তোলা ছবি এডিটিং তুলনামুলক জটিল। এসব ছবিতে করার মত অনেক কাজ থাকে। যা ছবিকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে পারে।
এডিটের কথা বলতে গেলে একটু পেছনের দিকে তাকাতে হয়। একটা সময় ছিল যখন ছবি এডিট থেকে ডেভেলপের সমস্ত কাজ করতে হত ডার্ক রুমে। একটি অন্ধকার ঘরে, অনেক সাবধানে, সময় নিয়ে ছবির খুঁটিনাটি সংশোধন করা হত। সামান্য অসাবধানতায় অনেক ক্ষতির সম্ভাবনা থাকতো। সময়ের সাথে সাথে এই ধারার পরিবর্তন এসেছে। তোলা ছবির পূর্ণাঙ্গ এডিটিং এখন সফটওয়্যারেই সম্ভব।
ছবি এডিটিঙের সফটওয়্যার হিসেবে ফটোশপের কথাই সবাই সাধারনভাবে জানে। কিন্তু ফটোশপ মূলত গ্রাফিক্স ডিজাইন সংক্রান্ত কাজের জন্যই বেশি উপযোগী। ক্যামেরায় তোলা ছবির এডিটিংয়ের জন্য উপযুক্ত সফটওয়্যার হল ‘লাইটরুম’। এটা ফটোগ্রাফারদের অত্যাবশ্যকীয় সফটওয়্যার। পেশাদার ফটোগ্রাফিতে বর্তমানে এই সফটওয়্যারের উপযোগিতা সবচেয়ে বেশি। ছবির কালার, এক্সপোজার কারেকশনের মত বেসিক থেকে শুরু করে আন্তর্জাতিক মানের এডিটিং এই সফটওয়্যার দিয়ে করা হয়।
বর্তমান তরুণ প্রজন্মের ফটোগ্রাফিক চাহিদার কথা মাথায় রেখে ‘লাইটরুম’ নিয়ে টিউটোরিয়াল তৈরি করেছেন ইমরান হোসাইন হিমেল। এখানে এ্যাডব লাইটরুমের ব্যবহার এ টু জেড দেখানো হয়েছে। ব্যবহারকারিদের সুবিধার্থে প্রয়োজনীয় উপকরণগুলো সংযুক্ত করা আছে। বাংলাদেশে, বাংলা ভাষায় এটিই লাইটরুমের প্রথম ও একমাত্র টিউটোরিয়াল।

টিউটোরিয়ালটি সংগ্রহ করা যাবে রকমারি ডট কম থেকে।
টিউটোরিয়ালটি সংগ্রহ করতে Product Link: https://www.rokomari.com/book/127658/ ফোন- ১৬২৯৭ অথবা ০১৫ ১৯৫২ ১৯৭১, ০১৮৪ ১১৫ ১১৫ ।

লাইটরুম এর এই টিউটোরিয়াল দিয়ে আপনি ঘরে বসেই শিখতে পারবেন। প্যকেজটিতে টিউটোরিয়াল ছাড়াও রয়েছে সফটয়্যার, মেটেরিয়ালসহ 100+ RAW Photograph NEF, CR2 ইত্যাদি।

Teaser Link: https://www.youtube.com/watch?v=E_gY1Be2TuU
Product Link: https://www.rokomari.com/book/127658/
#Photography
#Lightroom

Post a Comment

Favourite

Bali

Pantai

sponsor

sponsor
Meee

Transportasi Tradisional

Rumah Adat

Wisata

Jawa Timur

Translate

Kuliner

Popular Posts

Culture